ঢাকা ২৭ সেপ্টেম্বর ২০২৪, ১২ আশ্বিন ১৪৩১ | বেটা ভার্সন

আজমল হক ফাউন্ডেশনের উদ্যোগ

১৮ অসহায়ের মাঝে হুইল চেয়ার ও নগদ অর্থ বিতরন 

১৮ অসহায়ের মাঝে হুইল চেয়ার ও নগদ অর্থ বিতরন 

বিপন্ন মানবতার পাশে, এই শ্লোগানকে সামনে রেখে আজমল হকের ৩য় মৃত্যু বাষির্কী উপলক্ষে দিনাজপুরের বীরগঞ্জে আজমল হক ফাউন্ডেশনের উদ্যোগে বীরগঞ্জ উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির হলরুমে ফাউন্ডেশনের চলমান কর্মসুচীর অংশ হিসেবে শনিবার বেলা ১১ টায় বীরগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সভাপতি আলহাজ্ব জাকারিয়া জাকার সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বীরগঞ্জ পৌর মেয়র দেবাশীষ মোশাররফ হোসেন।

অনান্যদের মধ্যে বক্তব্য রাখেন, বিশিষ্ট সমাজ সেবক মোঃ আমিরুল বাহার, কাস্টমসের ডেপুটি কমিশনার মেঃ পাযল পাশা, বীরগঞ্জ উপজেলা ঠিকাদার সমিতির সভাপতি মোঃ আব্দুল বাসেদ সরকার, সাধারণ সম্পাদক মোঃ কামরুল হাসান, স্বাগত বক্তব্য রাখেন আজমল ফাউন্ডেশনের উপদেষ্টা মেহেদী হাসান সজল।

এসময় উপস্থিত ছিলেন বীরগঞ্জ পৌরসভার সকল কাউন্সিলর, বীরগঞ্জ উপজেলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মোঃ সিদ্দিক হোসেন, বীরগঞ্জ পৌরসভা প্রেসক্লাবের সভাপতি মোঃ মীর কাশেম লালু সহ আরো অনেকে। অনুষ্ঠানটি পরিচালনা করেন বীরগঞ্জ প্রতিদিন পত্রিকার সম্পাদক আবদুর রাজ্জাক।

এক সংক্ষিপ্ত আলোচনা সভায় বক্তাগণ বলেন, আজমল হক ফাউন্ডেশনের মানবিক উদ্যোগ আত্মমানবতার সেবায় আমাদের সমাজের একটি দৃষ্টান্ত স্থাপন করেছে। তাদের কর্মকান্ড - সমাজের অসহায় দরিদ্র মানুষের পাশে দাঁড়াতে দানশীল বিত্তবান মানুষদের উৎসাহ জোগাবে। আমরা আশা করি আজমল হক ফাউন্ডেশনের এই কর্মকাণ্ড সকলের সহযোগিতায় আরও বিস্তৃত হবে। আলোচনা সভা শেষে ১৮ জন অসহায় প্রতিবন্দীদের মাঝে হুইল চেয়ার ও নগদ অর্থ বিতরন করা হয়েছে।

বীরগঞ্জ,অসহায়,চেয়ার
আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত